29 C
Durgapur
Monday, August 2, 2021

দুষ্কৃতীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিক্ষোভে(protest) ফেটে পড়লেন স্থানীয় মহিলারা

দুষ্কৃতীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিক্ষোভে(protest) ফেটে পড়লেন স্থানীয় মহিলারা

জলপাইগুড়ি: জলপাইগুড়ির বজরাপাড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিক্ষোভে(protest) ফেটে পড়লেন এলাকার স্থানীয় মহিলারা। এলাকার স্থানীয় মহিলারা এদিন পথ অবরোধ করেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্থানীয় দুষ্কৃতী মকবুক হক, আজাদ প্রমুখের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

স্থানীয় মহিলাদের দাবি, অবিলম্বে এলাকায় পুলিশ পিকেটিং বসাতে হবে। এই আতঙ্কবাদীদের বিরুদ্ধে বিচার চাই।

এই মুহূর্তে

x