28 C
Durgapur
Friday, May 7, 2021

ধেমোমেন কোলিয়ারিতে শ্রমিক মৃত্যু , চাকরির দাবিতে বিক্ষোভ

উদয় সিং, আসানসোল: আসানসোলের ধেমোমেন কোলিয়ারিতে (Dhemomain Colliery) কর্মরত অবস্থায় শ্রমিককে মারধরের অভিযোগ উঠল আরো এক শ্রমিকের বিরুদ্ধে । আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার। ঘটনার প্রতিবাদে মৃতদেহ রেখে ধেমোমেনের (Dhemomain Colliery) এজেন্ট অফিসের সামনে বিক্ষোভ দেখায় কোলিয়ারির অন্য শ্রমিকরা ।

তাদের দাবি অবিলম্বে মৃতের পরিবারকে চাকরি দিতে হবে। জানা গিয়েছে, ২ রা আগস্ট ধেমোমেন কোলিয়ারিতে খনির মাইনিং সর্দার রামা শঙ্কর-এর সাথে ওভারম্যান লালন কুমার গিরির বচসা হয়। এরপর লালন কুমার গিরি রামাশঙ্করকে মারধর করে বলে অভিযোগ । গুরুতর জখম অবস্থায় রামাশঙ্করকে ইসিএলের কাল্লা হাসপাতালে ভর্তি করা হয় ।

অবস্থার অবনতি হওয়ায় তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। এদিন মৃত শ্রমিকের দেহ নিয়ে ধেমোমেন এজেন্ট অফিসে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। তাদের দাবি অবিলম্বে মৃতের পরিবারকে চাকরি দিতে হবে।

এই মুহূর্তে

x