31.3 C
Durgapur
Monday, July 26, 2021

ষষ্ঠ পে কমিশনের দাবিতে ধর্নায় সামিল কংসাবতী কো-অপারেটিভ স্পিনিং মিলের শ্রমিকরা

নরেশ ভকত, বাঁকুড়াঃ ষষ্ঠ পে কমিশনের (6 th Pay commission) দাবিতে ধর্নায় বসলেন কংসাবতী কো-অপারেটিভ স্পিনিং মিলের শ্রমিকরা। গত ১ লা সেপ্টেম্বর থেকে ষষ্ঠ পে কমিশনের (6 th Pay commission) দাবি জানিয়ে বিক্ষোভ শুরু হয় এই কারখানায়। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি না মানায় বুধবার থেকে ধর্নায় সামিল হন বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হাট আশুড়িয়া মোড়ে কংসাবতী কো-অপারেটিভ স্পিনিং মিলের শ্রমিকরা ।

শ্রীকান্ত লাহা ও নবচরণ মন্ডল নামে শ্রমিকরা বলেন, আমাদের এই বিক্ষোভ কর্মসূচি ১ লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে । আজ আমরা বাধ্য হয়ে ধর্নায় বসলাম। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বার বার জানানো সত্ত্বেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি । তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
কর্তৃপক্ষ যদি এর পরেও নিজেদের সিদ্ধান্তে ওঁর থাকে এবং শ্রমিকদের স্বার্থের কথা না রাখে তাদের দাবি না মানে তাহলে আগামী ১ লা অক্টোবর থেকে কংসাবতী কো-অপারেটিভ স্পিনিং মিলের সকল শ্রমিকরা অনশনে বসবেন বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন

এই মুহূর্তে

x