24.9 C
Durgapur
Tuesday, April 20, 2021

বড়জোড়ার কংসাবতী স্পিনিং মিলে নতুন করে শ্রমিক বিক্ষোভ

নরেশ ভকত, বাঁকুড়াঃ ফের নতুন করে অবস্থান বিক্ষোভ শুরু করলেন বড়জোড়ার কংসাবতী স্পিনিং মিলের শ্রমিকরা (Workers) । গত কয়েকদিন ধরে বেতন পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন কারখানার শ্রমিকদের একাংশ।

বেতন বৃদ্ধির দাবিতে টানা চার দিন বিক্ষোভ কর্মসূচি পালন করেন বাঁকুড়ার বড়জোড়ার হাট আশুড়িয়ার কংসাবতী স্পিনিং মিলের শ্রমিকরা (Workers)। শনিবার শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আলোচনায় ত্রিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে আশানুরুপ ফল না মেলায় আজ আবারও শ্রমিকরা (Workers) অবস্থান বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত এক শ্রমিক জানান ,আজ পঞ্চম দিনের অনশনে বিশেষ কিছু বলবো না। আমরা প্রথমেই কারখানা চালু রেখে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি সকলে । আমাদের নেতৃত্বের সাথে কথা হয়েছে । এমডি আমাদের দাবি মানতে নারাজ।

তাই যতদিন না পর্যন্ত কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মানছে , লাগাতার অন্দোলন চালানোর হুঁশিয়ারি দিয়েছেন কারখানার শ্রমিকরা (Workers)।

এই মুহূর্তে

x