33 C
Durgapur
Saturday, April 17, 2021

বড়জোড়ার এক বেসরকারি কারখানায় শ্রমিক বিক্ষোভ

নরেশ ভকত ,বাঁকুড়াঃ: শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বাঁকুড়ার বড়জোড়ার (Barjora) এক বেসরকারি কারখানা চত্বর। বুধবার সকাল থেকেই বড়জোড়ার (Barjora) হাট আশুড়িয়ার কংসবতী স্পিনিং মিল কারখানায় বিক্ষোভ দেখান কারখানার প্রায় ১০০ কর্মী।

তাদের অভিযোগ, প্রশাসনকে সমস্যার কথা লিখিত আকারে জানানো সত্বেও কোনো ব্যবস্থা গ্রহন করেনি। অন্যান্য স্পিনিং মিলগুলির কর্মীরা সমস্ত সুযোগ সুবিধা পেলেও তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যান্য স্পিনিং মিলে সর্বনিম্ন বেতন যেখানে ত্রিশ হাজার টাকা, সেখানে এখানকার কর্মীদের বেতন দশ হাজার টাকা। বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

অন্যদিকে,কারখানার এক ইঞ্জিনিয়ার জানান শ্রমিক বিক্ষোভের জেরে কারখানার নতুন মেশিনের ইঞ্জিনিয়ার কারখানায় ঢুকতে পারেননি। ফলে ব্যহত হয়েছে কারখানার উৎপাদন।

হাট আশুড়িয়া অঞ্চল সভাপতি বুধন ঘোষও এদিন কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, আমাদের শ্রমিক শোষন করছে এই কারখানা। স্পিনিং মিলের যত কারখানা আছে সব যায়গাতেই বেতন বেড়েছে কিন্তু এই কারখানায় বেতন বাড়েনি।

এই মুহূর্তে

x