শুভময় পাত্র, বীরভূম: শান্তিনিকেতনের পাশেই গোয়ালপাড়ায় কোপাই (Kopai) নদীতে বেড়াতে এসে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে গোয়ালপাড়া কোপাই (Kopai) নদীর ব্রীজের কাছে। জানা গেছে পাঁচ বন্ধু মিলে সিউড়ির বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার বোলপুর-শান্তিনিকেতন ঘুরতে এসেছিল।
বাড়ি ফেরার পথে কোপাই (Kopai) নদীতে স্নান করতে নামে তারা । ৩ বন্ধু জলে নামলেও ২ বন্ধু নদীর পাড়ে বসেছিল । পরে ওই তিন বন্ধুর মধ্যে একজনকে হঠাৎ দেখতে না পাওয়ায় বাকিরা চিৎকার করতে শুরু করে । দীর্ঘক্ষণ ধরে ওই ৪ বন্ধু স্থানীয় লোকজন নিখোঁজ যুবককে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান না পাওয়ায় খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানার পুলিশকে । প্রসাসবের তরফেও শুরু হয়েছে কোপাই নদীতে যুবকের খোঁজে তল্লাশি, কিন্তু এখনো খোঁজ মেলেনি যুবকের । নিখোঁজ যুবকের নাম , মোহাম্মদ আমান (২৮)। সিউড়ির লালকুঠি পাড়ার বাসিন্দা সে ।