28.4 C
Durgapur
Sunday, August 1, 2021

‘ইয়ুথ ইন পলিটিক্স’ কর্মসূচির মধ্যে দিয়ে তৃণমূলে যোগদান

নরেশ ভকত, বাঁকুড়াঃ বিধানসভার প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী সবপক্ষ। দলে যুবদের(Youth) টানতে ইয়ুথ ইন পলিটিক্স (Youth in politics) কর্মসূচি নিয়েছে তৃণমূল। শনিবার বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় স্কুলে সেই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বাঁকুড়া জেলার সভাপতি শ্যামল সাঁতরা, বাঁকুড়া জেলার চেয়ারপার্সন শুভাশিস বটব্যাল, বিধায়ক শম্পা দরিপা, রানীবাঁধ-এর বিধায়ক জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়ার কো-অর্ডিনেটর সুব্রত দরিপা, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, জেলার যুব সভাপতির রাজ কুমার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিনের অনুষ্ঠান থেকে বেশ কিছু যুবক-যুবতী (Youth) তৃণমূল কংগ্রেসে যোগদান করে । যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা ও রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি।

এই মুহূর্তে

x